অনলাইন ডেস্ক : চলতি সিরিজের পূর্বে ২০১৮ সালে ভারতের দেহদারুনে বাংলাদেশ ও আফগানিস্তান সর্বশেষ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল। সেই সিরিজে তিন ম্যাচেই হেরে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।
চলতি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এগিয়ে রয়েছে ১-০ ব্যবধানে। আজ (৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। আর আজ জিততে পারলেই পুরোনো হারের প্রতিশোধ নিতে সক্ষম হবে বাংলাদেশ।
টি-টোয়েন্টির চলতি সিরিজের প্রথম ম্যাচে ৬১ রানের সহজ জয় পেয়েছিল বাংলাদেশ। আজ জয় পেয়ে আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। আর এই সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না টিম মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস এ ম্যাচেও এগিয়ে রাখবে বাংলাদেশকে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন সেক্টরে গত ম্যাচের মতো নৈপুণ্য দেখালে জয়টাও হবে নিশ্চিত।
এই ম্যাচেও লিটন দাসের ফর্মে থাকা আর নাসুমের বাজিমাত দেখার আশায় রয়েছেন ক্রিকেটপ্রেমিরা। এছাড়া আজকের ম্যাচে একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পাওয়ায় প্রথম ম্যাচে ছিটকে পড়েছিলেন শততম টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় থাকা মুশি।