1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

লালমনিরহাটে ফ্লাক্সি লোডের দোকানদার কে হত্যার উদ্দেশ্য আঘাত ও ৫০ হাজার টাকা ছিনতাই

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১১১ বার নিউজটি পড়া হয়েছে

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট : লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ছোট কমলাবাড়ী গ্রামের আবু রায়হান কে একই গ্রামের আফাজ উদ্দিনের পুত্র রফিজ উদ্দিন(৪২)রফিজ উদ্দিনের পুত্র মফিজুল(১৯)ক্বারি নুরইসলামের পুত্র ফরহাদ হোসেন(৩৫) গত ১ লা মার্চ ২০২২ ইং রাত অনুমান ১২,৩০ ঘটিকার সময় আবু রায়হান কালীস্হান বাজার তাহার ফ্রাক্সি লোডের দোকান বন্ধ করে বাড়িতে ফেরার সময় উক্ত তিনজন সন্ত্রাসী সহ আরো অঞ্জাত নামা ৪/৫ জন সন্ত্রাসী আবু রায়হানের পথরোধ করে এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে এলোপাতাড়ি লোহার রড,বাস দিয়ে ডাংমাইর করে এবং মুখে ও চোখে ঘুসি মেরে রায়হানের মুখ ও চোখ রক্তাত্ব করে ফেলে একে রায়হানের ঠোট ফেটে যায় ও চোখে ঝাপসা দেখে, সেই সুযোগে সকল আসামি গন তাহার পকেটে থাকা ফ্রাক্সি লোডের ব্যবসার ৫০ হাজার টাকা ও ২ টি মোবাইল ফোন ছিনতাই করিয়া নেন। আসামি দের আঘাতে আবু রায়হান যখন অঞ্জান হইয়া মাটিতে পড়িয়া যায়। তখন রায়হান কে রেখে দ্রুত ঘটনাস্হল থেকে পালিয়ে যান,এর পর রাত অনুমান ৩ ঘটিকার সময় ঈমান আলী নামে এক পথচারী তাকে রাস্তায় অঞ্জান অবস্থায় পড়ে থাকতে দেখে আষে পাশের লোকজন কে ডাকাডাকি করে দ্রুত অটো রিকসা যোগে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন এবং হাসপাতালে ভর্তি করান,যাহার বেড নং-৪০ পরের দিন রায়হানের শারীরিক অবস্হার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।বর্তমানে আবু রায়হান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।এ ব্যপারে আবু রায়হানের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে আদিতমারী থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করেন। আবু রায়হানের স্ত্রী ফাতেমা বেগম জেলার পুলিশ সুপার মহোদয়ের নিকট তার স্বামীর সুষ্ট বিচার চেয়ে অবিলম্বে সন্ত্রাসী দের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোড় দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x