কুমারখালী প্রতিনিধি : নানা ও নানি বেড়াতে এসেছেন মেয়ে বাড়িতে। এই খুশিতে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন মা। খেয়াল নেই দুই বছর বয়সের শিশু সন্তান আরাফাতের কথা। হঠাৎ মায়ের কানে খবর আসে আরাফাত বাড়ির পাশের পুকুরে ভেসে আছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৫ মার্চ) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নন্দীগ্রামে।
নিহত শিশু আরাফাত হোসেন (২) ওই গ্রামের কুয়েত প্রবাসী হাকিম বিশ্বাসের একমাত্র ছেলে ছিলেন।
শিশুটির স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে শিশুটির নানা ও নানি তাদের বাড়িতে বেড়াতে আসেন। নিহতের মা তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ভুলে যান ছেলের কথা। প্রায় আধাঘণ্টা পর মায়ের কাছে খবর আসে আরাফাত পুকুরে ভাসছে। শুনে চিৎকার দিয়ে ছুটে যায় পুকুর পাড়ে।
পরে স্বজনরা নিহত আরাফাতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা মিলা খাতুন বলেন, সকালে একবার পুকুরপাড়ে চলে গিয়েছিল আরাফাত। টের পেয়ে ফিরিয়ে এনেছিলাম। পরে ওর নানা নানি আসলে আর খেয়াল নেই। আধাঘণ্টা পরে জানতে পারি বাড়ির আঙিনার ছোট পুকুরে ভাসছে আরাফাত।
শিশুটির চাচা সাদ্দাম বিশ্বাস বলেন, খেলা করতে গিয়ে কখন পানিতে পড়ে গেছে তা কেউ বুঝতে পারিনি। পরে খোঁজাখুজির এক পর্যায়ে দেড় শতকের পুকুরে ভাসতে দেখা যায় আরাফাতকে। তখন দ্রুত পুকুর থেকে তুলে প্রাথমিকভাবে জ্ঞান ফিরানোর চেষ্টা করি। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।