অন্তর, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় স্কুলছাত্রী সুরাইয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক সহপাঠীরা। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরের আলাউদ্দিন আহমেদ ক্যাডেট একাডেমীর সামনে এ কর্মসূচি পালিত হয়।এ সময় শিক্ষক সহপাঠীরা সুরাইয়া পারভীন হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। কর্মসূচিতে শিক্ষক সহপাঠী ছাড়াও সুরাইয়ার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
৫মার্চ সুরাইয়ার মরদেহ তার নিজ বাড়ির ঘরের আঁড়ায়া ঝুলস্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের দাবি শিশুটিকে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। সুরাইয়া পারভীন আলাউদ্দিন আহমেদ ক্যাডেট একাডেমীর প্রথম শ্রেণীর শিক্ষার্থী।