ভেড়ামারা প্রতিনিধি : ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে রেলিংয়ের ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন মাহবুব আদর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বুধবার রাতে পাবনার পাকশী রেল সেতুতে এ ঘটনা ঘটে। মাহবুব বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০19-20 শিক্ষাবর্ষ হাজী মুহাম্মদ মহসিন হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নের।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিক্ষার্থী মাহবুব আদরের চাচা ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।
মাহবুবের চাচা ফরহাদ বলেন মাহবুব কুষ্টিয়া ঘুরতে গিয়েছিল। গতকাল রাতে সে ফেসবুকে ছবি আপলোড দিয়েছিলে দেখলাম আজ সকালে শুনি সে মারা গেছে।
পরিবার সূত্রে জানা যায় ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাকশী সেতু ওখানে জানালা দিয়ে মাথা বের করছিল মাহবুব। সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলে ঘটনাস্থলে মারা যায়। তার পরিবারের সদস্যরা সেখানে গেছে সন্ধ্যার দিক তাকে নিয়ে আসবে।
বিষয়টি ভেড়ামারা ওসি বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন ঘটনাটি ঘটেছে রাত্রে আমাদের পুলিশ ওখানে গিয়েছিল পরে পাকশী রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যান।