ইবি প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিক ও স্থানীয় বাজারের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের দিকে ক্যাম্পাসের মূল ফটক সংলগ্ন শেখপাড়া বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের ৫জন আহত হয়েছে। এর প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে শেখপাড়া বাজারের ব্যবসায়ী ও বাস শ্রমিকেরা।
পুলিশ ও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাসে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী যাত্রী ছিলেন। তাঁদের সঙ্গে অর্ধেক ভাড়া নিয়ে বাসের সুপার ভাইজারের সাথে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজারের আগেই ওই শিক্ষার্থীদের বাস থেকে জোর করে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়। বিষয়টি ওই বাসের যাত্রী শিক্ষার্থীরা মুঠোফোনে ক্যাম্পাসের আবাসিক শিক্ষার্থীদের জানান। তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাস আসার অপেক্ষায় থাকেন।
শিক্ষার্থীদের অবস্থানের খবর জানতে পেরে বাসের চালক শেখপাড়া বাজারের আগেই সব যাত্রীকে নামিয়ে দেন। এ সময় শিক্ষার্থীরা শেখপাড়া বাজারে গিয়ে বাস খুঁজতে থাকেন। একপর্যায়ে বাসের চালকের সহকারীকে একটি দোকানের মধ্যে খুঁজে পেলে তাঁকে মারধর করা হয়। এ সময় এক দোকানদার পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলে তাঁকেও মারধর করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় আশপাশের দোকানদারেরা শিক্ষার্থীদের ওপর চড়াও হন। বাস শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে কয়েকজন সহপাঠী আহত হন বলে শিক্ষার্থীদের দাবি। এই ঘটনার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলে। আশপাশের এলাকার মাইক থেকে গ্রামবাসীদের জড়ো হয়ে ক্যাম্পাসে যাওয়ার হুমকি দেন ব্যবসায়ীরা। পরে ইবি থানা ও শৈলকুপা থানা পুলিশ উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতে নিয়ন্ত্রনে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাত ১০টা থেকে প্রায় সাড়ে ১১টা পর্যন্ত কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক অবরোধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যানবাহন চলছে। উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করা হচ্ছে বলেও জানান ওসি।