1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

লালমনিরহাটে জমি সংক্রান্ত জেরে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ১০৮ বার নিউজটি পড়া হয়েছে
এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট : আদিতমারীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাত ভাইয়ের হাতে কামরুজ্জামান ওরফে আলি (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত কামরুজ্জামান ওই এলাকার মৃত খাদেমুল্লাহর ছেলে।
মঙ্গলবার (১০ মে) উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাইয়ের দায়েরকৃত মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি (তদন্ত) মোজাম্মেল হক।
গ্রেফতারকৃতরা হলেনঃ একই এলাকার ফজলুল হকের স্ত্রী নাজমা বেগম (৩২), নুর ইসলামের স্ত্রী হামিদা বেগম (৪৫), ও নুর ইসলামের মেয়ে আকলিমা বেগম (২২)।
মামলা সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাঠ এলাকার কামরুজ্জামানের সাথে তারই চাচাতো ভাই নুর ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে দফায় দফায় এটি নিয়ে স্থানীয় সালিশি বৈঠক হলেও কোন স্থায়ী সমাধান হয়নি। এ নিয়ে উচ্চ আদালতে মামলাও চলমান রয়েছে।
এদিকে বিরোধের জেরে ঘটনার দিন দুপুরের দিকে কামরুজ্জামান নিজ ভুট্টাখেত থেকে ভুট্টা নিয়ে যাওয়ার সময় নুরুল ইসলাম, ফজলুল হক সহ ১০/১২ জন পথরোধ করেন। তর্কাতর্কির এক পর্যায়ে উত্তেজনা শুরু হলে মারামারি লেগে যায়। এক পর্যায়ে বুকে ও গোপনাঙ্গে আঘাতের ফলে সেখানেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিন সন্ধায় নিহতের ছোট ভাই সামসুজ্জামান ওরফে সামছুল বাদী হয়ে নুরুল ইসলামকে প্রধান করে ১২ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাইয়ের দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!