আরাফাত হোসেন, কুষ্টিয়া : ‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহন ‘ এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
রবিবার (২২মে) দুপুর ৩ টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কুষ্টিয়া জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার ৬ টি উপজেলার ভূমি কর্মকর্তা,ইউএনও,সহ ৬ টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসার উপস্থিতিতে ডিজিটাল ভূমি সেবা গ্রহন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় এবং ১৬১২২ সরকারি নাম্বারে মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবা গ্রহন করার আহবান করেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এসময় কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ ভূমি অফিসারদের পুরস্কার বিতরন করেন তিনি।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সিরাজুল ইসলাম।
এ জাতীয় আরো খবর ....