মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর বহলবাড়ীয়ায় বিআরটিসির বাসের ধাক্কায় খালিদ বিন কদ্দুছ (২৬) নামে একজন নিহত হয়েছেন। আজ সকালের দিকে এ ঘটনা ঘটে। সে ময়নসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার আছিম ডাকঘরের পোড়াঘাটি গ্রামের আব্দুল কদ্দুছ আনোয়ারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানায় যায় নিহত ব্যক্তি টাঙ্গাইল থেকে কুষ্টিয়া কোর্টে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে বিআরটিএ বাসের উঠে রওনা দেন। মিরপুর বহলবাড়ীয়া সেন্টার নামক স্থানে জ্যাম বাঁধলে তিনি বাস থেকে নেমে যান পাশের এক দোকানে। জ্যাম ছাড়লে তৎঘড়ি করে খালিদ বিন কদ্দুস বাসে উঠতে গেলে ঐ বাসের চাকায় পৃষ্ট হন। ঘটনাস্থলে মারাত্মক আহত হলে স্থানীয়দের সহযোগিতায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। পরে কর্তব্যরত চিকিৎসক তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার স্বজনদের খবর দিয়েছেন বলে তিনি জানান।