মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে বাবলু (৪০) নামে যুবক নিহত হয়েছে। আজ বিকেলে দিকে মেহেরপুর সড়কের নিমতলাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলাধীন সদরপুর ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের মৃত মুছা হকের ছেলে গরু ব্যবসায়ী বাবলু (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আজ বিকালের দিকে মোটর সাইকেল যোগে মিরপুর হাটে যাচ্ছিলেন গরু ব্যবসায়ী বাবলু। অপর দিকে মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক আসলে নিম তলা নামক স্থানে তাদের মুখোমুখি সংঘষে ঘটে। ঘটনাস্থলে মোটর সাইকেল চালক বাবলু মারা যান। পরে ঘটনাস্থলে এসে পুলিশ এসে বাবলু লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
তবে এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান বিকেলে মোটর সাইকেল সড়ক দূর্ঘটনায় বাবলু নামে এক গরু ব্যবসায়ী মারা গেছে। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।