আরাফাত হোসেন, কুষ্টিয়া : শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে কুষ্টিয়া পৌরসভা। আজ বুধবার দুপুরে পৌর এলাকার রেল ষ্টেশন রোড, হাসপাতাল মোড় ও বাজারসহ পৃথক কয়েকটি স্থানের ফুটপাতে এ অভিযান পরিচালিত হয়।
পৌরসভার মেয়র আনোয়ার আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া অভিযানে সড়কে লাগানো বিভিন্ন প্রচারণামূলক ব্যানারও অপসারণ করা হয়েছে।
অভিযান শেষে পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, ফুটপাতে অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে সৃষ্ট যানজটে পৌর নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়। তাই পৌর নাগরিকরা যেন নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারেন এবং শহরকে পরিচ্ছন্ন রাখার অংশ হিসেবেই ফুটপাতগুলোতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ।
অভিযান চলাকালে পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন, পৌর কাউন্সিলরসহ পৌরসভার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।