সংবাদ বিজ্ঞপ্তি : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৯ জুন ২০২২ ইং তারিখ রাত ০১:২০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ চৌড়হাস পশ্চিমপাড়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২২ (বাইশ) বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক-২২,০০০/- (বাইশ হাজার) টাকা, মোবাইল ফোন-০২টি এবং সিম কার্ড-০৪টি সহ ০১ জন আসামী মোঃ রাজু আহমেদ (৩০), পিতা-মোঃ হাসমত আলী, সাং-চৌড়হাস পশ্চিমপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।