কুষ্টিয়া প্রতিনিধি : মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কুষ্টিয়ায় অঝোরে বৃষ্টিপাত হয়েছে সকালে। আজ সকালের দিকে দুই থেকে তিন ঘণ্টা ভারী বৃষ্টিপাত হয়। এতে কুষ্টিয়া শহরের রাস্তা ঘাট, জেলা আইনজীবী সমিতির ভবনসহ বাসা বাড়ীতে পানি উঠে এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে জেলা আইনজীবী সমিতির ভবনে পানি ঢোকার কারণে আইনজীবীদের পায়ের জুতা খুলে হাতে নিয়ে ছুটতে হচ্ছে আদালতে।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সদস্যরা বলেন জেলা আইনজীবী সমিতির পুরাতন বিল্ডিং টি রাস্তা উচু হওয়ায় রাস্তার পানি এখন বিল্ডিংয়ের নিচতলায় পানি ঢুকে পড়েছে। তিনি আরও বলেন অপরিকল্পিত বাড়িঘর করায় সামান্য বৃষ্টিতে প্লাবিত হচ্ছে পৌরসভার বিভিন্ন এলাকা। এছাড়া বিভিন্ন এলাকায় নতুন নতুন বাড়িঘর গড়ে উঠলেও তেমন কোনো রাস্তা বা ড্রেনের ব্যবস্থা নেই। ফাঁকা জায়গা ভরাট হওয়ার কারণে সহজে পানি বের হতে পারছে না বলে তিনি জানান।