অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের মিটার লাঠি দিয়ে অভিযোগ উঠেছে। ট্রাফিক পুলিশের এক সদস্যকে জামায় ধরে মারধর করেছেন প্রতিবন্ধী চালক।
বৃহস্পতিবার বিকালে ফতুল্লার পঞ্চবটি মোড়ে ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে। এদিন রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় উঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার সময় ফতুল্লার দাপা পাইলট স্কুল এলাকার রাজু গাজীর ছেলে এক পা কাটা প্রতিবন্ধী আলমগীর গাজী(৪০) পঞ্চবটি মোড়ে যানজটে পড়ে ধীর গতিতে ইজিবাইক চালাচ্ছিলেন। এসময় ট্রাফিক পুলিশ সদস্য আজাদ এসে তার ইজিবাইকের মিটারে লাঠি দিয়ে আঘাত করলে তা ভেঙ্গে যায়। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যের বুকের উপর জামায় ধরে টানা হেচরা করে কাপড় ছিড়ে ফেলেন।
এসময় অন্যান্য পুলিশ সদস্যরা ও প্রত্যক্ষদর্শীরা অনেক চেষ্টা করে জামা থেকে ইজিবাইক চালকের হাত ছাড়ায়। এরপর দুজনকে দুদিকে পাঠিয়ে দেয়।
এবিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শকের (টিআইক) সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু বলেন, এবিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। তবে খোঁজ নিয়ে দেখছি।