অনলাইন ডেস্ক : গ্রীষ্মকালীন ছুটি, ঈদ-উল-আযহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে মোট ১৯ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হয়েছে। যা আগামী ২৮ জুন থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত চলবে।
এ সময়ে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এক নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে নির্ধারিত ছিলো। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে’র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয়পূর্বক নির্ধারণ করা হলো।
এমতাবস্থায়, আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি, ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আযহা এবং আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।