ভেড়ামারা প্রতিনিধি : ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ উত্তরপাড়া গ্রামে বাল্যবিবাহ আয়োজনের অপরাধের কনের বাবাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। আজ শুক্রবার দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার বিয়ে বন্ধ করে তাদের এ দন্ড দেন।
বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া শিশু (১৪) স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বর বারো দাগ গ্রামের সাগর হোসেনের ছেলে শামীম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার বলেন এমন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেন। পাশাপাশি ছেলে ও মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবেন না মর্মে উভয় পরিবারের অভিভাবকদের কাছে মুচলেকা গ্রহণ করা হয় বলে তিনি জানান।
তিনি আরও বলেন, এই উপজেলায় বাল্যবিবাহ কোনোভাবেই হতে দেওয়া হবে না। তবে গোপনে কোনো বাল্যবিবাহের আয়োজন করা হলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক, বর, আয়োজক ও নিকাহ রেজিস্ট্রারকে আইনের আওতায় আনা হবে।