1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ার হালসায় তেলবাহী ট্রেনের ইঞ্জিন সহ ৩টি ওয়াগন লাইনচ্যুত : ৪২ টন ফার্নেস অয়েল পড়ে নষ্ট

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১২২ বার নিউজটি পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি :  কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা রেল স্টেশনের পাশে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন সহ ৩টি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে একটি ওয়াগনের প্রায় ৪২টন তেল পড়ে গেছে। আজ শনিবার সকাল সাঁড়ে ৭টার দিকে এই দূর্ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে পুলিশের ওসি মনজের আলি জানান, খুলনা থেকে ঈশ^রদী গামী একটি তেলবাহী ট্রেন সকাল সাঁেড় ৭টার দিকে হালসা স্টেশনের পাশে আপ লাইনে ইঞ্জিনসহ ৩টি তেলভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে একটি ওয়াগানের প্রায় সম্পুর্ণ তেল পড়ে যায়। তিনি আরো জানান, ঈশ^রদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ট্রেনটি আপ লাইনে লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
সিংক : মনজের আলি, ওসি, পোড়াদহ রেলওয়ে পুলিশ, কুষ্টিয়া।
দূর্ঘটনার বিষয়ে পাকশী রেলওয়ে বিভাগের প্রধান মো. সাইদুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে চালক ট্রেনটি কন্ট্রোল করতে না পরার কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে চালক ব্যর্থ হয়েছেন তা ৩ কার্য দিবসের মধ্যে চার সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটি তা অনুসন্ধান করে বের করবেন বলে তিনি জানান।
সিংক : মো. সাইদুল ইসলাম, পাকশী রেলওয়ে বিভাগীয় প্রধান, পাবনা।
এ ঘটনায় পাকশী রেলওয়ে বিভাগের যন্ত্র প্রকৌশলী আশিশ কুমার মন্ডলের নেতৃত্বে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!