1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় হাট ইজারার রাজস্ব আত্মসাতের দায়ে ৬ বছরের কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৮৭ বার নিউজটি পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর থানার সরকারী রাজস্বের টাকা আত্মসাতের দায়ে দুদকের করা মামলায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যাক্তির ৬বছর কারাদন্ড ও ২০লাখ টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর দেড়টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলাম জনাকীর্ণ আদালতে সাজাপ্রাপ্Í আসামীর উপস্থিতিতে এই রায় দেন।
সাজা প্রাপ্ত সিরাজুল ইসলাম(৫৫) মিরপুর উপজেলার বাজার পাড়া এলাকার বাসিন্দা মৃত: আবু তাহেরের ছেলে ও মিরপুর পশুহাটের ইজারাদার।
আদালত সূত্রে জানা যায়, বাংলা ১৪১৩ সালে মিরপুর পৌরসভার “পশু হাট” এর ইজারাদার মো: সিরাজুল ইসলাম পশুহাট ইজারা মূল্য বাবদ ১০লাখ ৭০হাজার টাকা পৌর সভার সাবেক চেয়ারম্যান বা মেয়র মো: সাইফুল হক খান চৌধুরীর প্রত্যক্ষ সহায়তায় সরকারী রাজস্ব খাতে নির্ধারিত টাকা জমা না দিয়ে তা আত্মসাৎ করে দ:বি: ৪০৮/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ সংঘটন করার দায়ে দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ সহকারী পরিচালক মো: শহিদুল ইসলাম মোড়ল বাদি হয়ে ২০১৫ সালের ২৩জুন তৎকালীন পৌর মেয়র সাইফুল হক খান ও তার সহযোগী সিরাজুল ইসলামকে আসামী করে মিরপুর থানায় মামলা করেন।
মামলা দুটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ সহকারী পরিচালক মো: শহিদুল ইসলাম মোড়ল ২০১৬ সালের ২৬ জুলাই এজাহার নামীয় দুই জনের বিরুদ্ধে অভিযোগ এনে প্রতিবেদন দাখিল করেন আদালতে।
দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার কৌসুলি এ্যাড. আল মুজাহিদ মিঠু জানান, আদালতে দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে আসামীদ্বয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হয়েছে। তবে পৌর মেয়র পৌর মেয়র সাইফুল হক খান ইতোমধ্যে মৃত্যু বরণ করায় তাকে মামলা হতে অব্যহতি দেয়া হয়েছে। এবং সিরাজুল ইসলামকে ৬বছর সশ্রম কারাদন্ড এবং আত্মসাৎ’কৃত ২০লাখ টাকা জরিমানা আদেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!