ভেড়ামারা প্রতিনিধি : বাংলাদেশ ডাক বিভাগ ভেড়ামারা উপজেলা ডাকঘরের লোহার গেইট চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল আনুমানিক ৮ টার সময় এ ঘটনা ঘটে। এ সময় লোকজন দেখে চোর পালিয়ে গেলেও পাখি ভ্যানে উঠানো লোহার গেইটসহ পাখি ভ্যান চালক জনগণের হাতে আটক হয়। পাখি ভ্যান চালকের বাড়ী ১২ মাইলে তার সূত্রে জানা যায়।
পাখি ভ্যানের চালক বলেন একজন ভদ্র লোক তাকে ১২ মাইল থেকে তার ভ্যানটি রিজাপ করেন এবং বলে ভেড়ামারার পোষ্ট অফিস থেকে একটি গেইট উঠাতে হবে ওটা ওয়েলডিং করানো হবে এ বলে তাকে ভাড়া করেন।
পোষ্ট অফিসে দায়িত্ব থাকা এক মহিলা পোষ্ট অফিসের পার্শ্বেই ভাড়ায় থাকেন, উনি ভ্যানে লোহার গেইটি দেখে চোর ও ভ্যান চালককে বলে এটা কোথায় যাচ্ছে। চোর বলতে থাকে বড় অফিসার এটা নিয়ে যেতে বলেছেন ভালো করে ওয়েলডিং করার জন্য। তখন ঐ মহিলা পোষ্ট মাষ্টারের কাছে ফোন করলে ততক্ষন চোর পালিয়ে যায় এবং ভ্যান চালক দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে আশ-পাশের লোকজন আসলে ও পোষ্ট অফিসের কর্মরত অফিসারগণ আসলে ভ্যানটি পোষ্ট অফিসের মধ্যে আটকিয়ে রাখা হয়েছে বলে জানা যায়।