স্টাফ রিপোর্টার : বৃহত্তর কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক, মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত ‘মশাল’ ও সাপ্তাহিক ‘ইস্পাত’ পত্রিকার প্রয়াত সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর পরিবারের পক্ষ থেকে গঠন করা হয়েছে “আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্ট”। এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সামাজিক কর্মকান্ডের ধারাবাহিকতায় এবার ২০০ দুস্থ্যদের মাঝে প্রতি শুক্রবার দুপুরের খাবার বিতরণ কার্যক্রম চালু করেছে “আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্ট।
গতকাল শুক্রবার বাদ জুম্মা কুষ্টিয়া শহরের মজমপুর গেটস্থ দৈনিক আন্দোলনের বাজার পত্রিকা কার্যালয়ে দুপুরের খাবার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন “আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর সহধর্মীনি ফিরোজা পারভীন চৌধুরী। খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন “আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্টের সদস্য ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মনজুর এহসান চৌধুরীর সহধর্মীনি লেভী লনা চৌধুরী, ট্রাষ্টের অন্যতম সদস্য ও মরহুম আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর নাতি ছেলে ওয়াসিফ বারী চৌধুরী প্রমুখ।
খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনিসুজ্জামান ডাবলু। এ সময় বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই খাদ্য বিতরণ কর্মসুচী প্রতি শুক্রবার বাদ জুম্মা কুষ্টিয়া শহরের মজমপুরগেটস্থ দৈনিক আন্দোলনের বাজার পত্রিকা কার্যালয় অনুষ্ঠিত হবে