1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :

পাপ থেকে বাঁচার উপায় জানালেন প্রভা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৩৩ বার নিউজটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়ই ছবি শেয়ার করেন, মনের অনুভূতি ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে। কখনো আবার অনুসারীদের পরামর্শ দেন। রোববার (১৪ আগস্ট) ভক্তদের একটি পরামর্শ দিয়েছেন প্রভা। জানিয়েছেন, কীভাবে পাপ থেকে নিজেকে নিরাপদ রাখা যায়। রেস্তোরাঁয় তোলা একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘আমার জীবনে সবচেয়ে বেশি যে জিনিস দেখেছি, তা হলো- যেখানে বেশি মানুষ, সেখানেই গীবত। যদি কিছু মানুষ একত্রিত হয়, তারা অন্যের নামে গীবত করা শুরু করে দেয়।’ ভক্তদের পরামর্শ দিয়ে প্রভা লিখেছেন, ‘যখনই তুমি এমন কোনো দৃশ্য দেখবে, চেষ্টা করবে সেটা এড়িয়ে যেতে। চেষ্টা করবে, অন্য কোথাও যেতে। তাহলে তুমি পাপ থেকে নিরাপদ থাকবে, এবং যার নামে গীবত করা হচ্ছে, তার ঘৃণা থেকেও বাঁচতে পারবে। অন্যথায় তুমি কেবল সেখানে উপস্থিত থাকার কারণেই পাপী হয়ে যাবে।’ জীবনঘনিষ্ঠ বিভিন্ন কথা ছবির সঙ্গে বলেন প্রভা। কয়েকদিন আগে সাদা রঙের পোশাকে কয়েকটি ছবি শেয়ার করে তিনি বলেছেন, ‘কিছু মানুষ মানতেই চায় না যে, আপনি ভালোর জন্য পরিবর্তন হয়েছেন। তারা আপনার পুরনো অবস্থা নিয়েই কথা বলবে। আপনাকে নতুন আলোয় দেখতে নারাজ। আপনার অতীতের ভুল নিয়ে তারা কথা বলা বন্ধ করতেই পারে না। এরকম মানুষকে এড়িয়ে চলুন। উল্লেখ্য, একটা সময় নাটকের নিয়মিত মুখ ছিলেন প্রভা। তবে ব্যক্তিগত জীবনের একটি ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন। সেই ধাক্কা কাটিয়ে সামলে উঠতে তার অনেক সময় লেগেছিল। এখন প্রভাবে খুব কম নাটকেই কাজ করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!