স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি ১২ বছরের স্কুল ছাত্র তৌফিক হাসান নিয়নের। কুমারখালীয় জিডি ও মামলা হলেও এখনো উদ্ধার না হওয়ায় শংকায় ছেলের পরিবার। তৌফিক হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং কুমারখালী উপজেলার ৬নং ওয়ার্ডের বাটিকামারা এলাকার মুহম্মদ নুরউদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২২ জুলাই শুক্রবার বেলা ১২ টার সময় নিজ বাড়ী থেকে বের হলে সে আর বাড়িতে ফিরে আসেনি। এ বিষয়ে কুষ্টিয়ার কুমারখালী থানায় প্রথমে জিডি দায়ের করেন। যার জিডি নং- ১০৯৮।
নিখোঁজের দুইদিন পর সকালের দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা পরিবারের সদস্যদের কাছে নিখোঁজ হওয়া ছাত্রের মোবাইলে ফোন দিয়ে স্কুল ছাত্র তৌফিক হাসান নিয়ন যশোর নওয়াপাড়া রেলষ্ট্রেশনে ট্রেনের ধাক্কায় আহত বলে তার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা বিকাশ দেওয়ার অনুরোধ জানায়। এরপর পরিবারের স্বজনেরা তাদের দেওয়া একটি বিকাশ নাম্বারে পাঁচ হাজার টাকা দেন। টাকা দেবার পর পরিবার স্বজনরা অতিদ্রুতভাবে যশোরের নওয়াপাড়া রেলষ্ট্রেশনের কাছে পৌছালে তারা জানতে পারেন ট্রেনের সাথে এমন কোন দূর্ঘটনা ঘটেনি। পুণরায় নিখোঁজ হওয়ার ছেলের মোবাইল ফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পায়।
মোবাইল ফোনের সন্ধান অনুযায়ী গত ৩ আগষ্টে কুমারখালী থানায় বাটিকামারা গ্রামের মোঃ সেলিম মিস্ত্রির ছেলে আশিক হোসেন (২৩), নামে নিখোঁজ ছাত্রের মা তহমিনা আক্তার বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। পরিবারের সদস্যরা ধারণা করছেন আশিক হোসেনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন তার ছেলে তৌফিক হাসান নিয়নকে অপহরণ করিয়া অজ্ঞাতনামা স্থানে রেখেছে অথবা হত্যা করেছে বলে তারা আশংকা করছেন।
তার চাচাতো ভাই রেজাউল করিম জানান, স্বজনদের বাসায় খোঁজ নিয়েও তার সন্ধান এখনো পাওয়া যায়নি। তৌফিক বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানে না তার পরিবার। তার ফিরে আসার অপেক্ষায় আজও পথ চেয়ে আছেন তারা। তিনি আরো জানান, গত বছরের ২২ জুলাইয়ে বাড়ি থেকে হয়ে নিখোঁজ হয় তৌফিক হাসান নিয়ন। এরপর থেকে তার খোঁজে নামেন পরিবারের লোকজন। এদিকে, নিখোঁজ স্কুলছাত্রকে না পেয়ে পাগল প্রায় তার পরিবারের লোকজন। তাকে অপহরণ নাকি হত্যা করা হয়েছে তাও পরিষ্কার নয়।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যাপারে একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪/৫ নামে মামলা হয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান। তিনি আরও বলেন স্কুল ছাত্র তৌফিক হাসান নিয়ন তার নিজের ইচ্ছায় পালিয়ে বেড়াচ্ছেন বলেও জানান তিনি।