কুমারখালী প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী সহ সাংবাদিক ও কলেজ শিক্ষক বুনো হাঁস ফিরিয়ে দিয়েছেন বাচ্চাদের কাছে। বুধবার সকালে বাটিকামারা তরুন মোড় থেকে ৮ টি বাচ্চা নিয়ে সড়ক পার হবার সময় স্থানীয় এক ব্যক্তি মা হাঁসটাকে ধরে নিয়ে গেলে হৃদয়বিদারক দৃশ্যর অবতারণা হলে সমাজসেবা কর্মকর্তা মা হাঁসটাকে উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, খুব সকালে তরুন মোড় থেকে বুনো হাঁস ৮ টি বাচ্চা নিয়ে কুষ্টিয়া -রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হবার সময় হোটেল মালিক মকছেদ মা হাঁসটাকে ধরে নিয়ে যায়। এসময় বাচ্চাগুলো মা হারিয়ে দিশেহারা হয়ে পরে। স্থানীয়রা মকছেদকে অনুরোধ করলেও সে বাচ্চাদের কাছে মা হাঁস ফিরিয়ে দেয়নি। এসময় স্থানীয়রা বিষয়টি সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীকে জানালে তিনি কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিন ও কুমারখালী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক রাসেল মোশাররফ চৌধুরীকে সাথে নিয়ে মকছেদের বাড়িতে গিয়ে মা বুনো হাঁস উদ্ধার করে বাচ্চাদের কাছে ফিরিয়ে দেন। বুনো হাঁস এ দেশের সচরাচর দৃশ্যমান আবাসিক পাখি। এককালে দেশব্যাপী এদের দেখা যেত। দিনে দিনে কমে যাচ্ছে। এরা জলজ উদ্ভিদভরা হ্রদ, হাওর, বিল, বড় পুকুর ইত্যাদিতে বিচরণ করে। সাধারণত ৫-১৫টির দলে বিচরণ করতে দেখা যায়।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, হোটেল মালিক বিবেক হারিয়ে ফেলেছেন। নাহলে শুধুমাত্র মাংস খাবার লোভে মাকে বাচ্চাদের থেকে ছিনিয়ে নিতে পারতোনা। শেষ পর্যন্ত আমি সাংবাদিক ও কলেজ শিক্ষককে সাথে নিয়ে মা বুনো হাঁস বাচ্চাদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি এটা আমার জন্য অনেক আনন্দের।