1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬ বার নিউজটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক :
জিম্বাবুয়ের টপ অর্ডারের তিন ব্যাটারের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। অতিথিদের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ২৯ রানের ইনিংস খেলেন শন উইলিয়ামস। এ ছাড়া রেজিস চাকাভা, টনি মুনিওঙ্গা, রায়ান বার্লের ব্যাট থেকে আসে ১০ রান করে।
১৮ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পেয়েছে সফরকারী জিম্বাবুয়ে, তবে এত বছর পর অজিদের সঙ্গে খেলার সু্যােগটা স্মরণীয় করে রাখতে পারল না দলটি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হেরে দ্বিতীয়টিতেও বড় ব্যবধানে হারতে হয়েছে সফরকারীদের।
২৭ ওভার ৫ বল খেলে দলীয় ৯৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ২১২ বল হাতে রেখে ১৪.৪ ওভারে ৮ উইকেত অক্ষত রেখে জয় তুলে নেয় অজিরা। এতে করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার টাউন্সভিলের রিভারভিউ স্টেডিয়ামে বুধবার টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
জিম্বাবুয়ের টপ অর্ডারের তিন ব্যাটারের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। অতিথিদের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ২৯ রানের ইনিংস খেলেন শন উইলিয়ামস। এ ছাড়া রেজিস চাকাভা, টনি মুনিওঙ্গা, রায়ান বার্লের ব্যাট থেকে আসে ১০ রান করে।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক তিনটি করে উইকেট নেন। ক্যামেরন গ্রিন নেন দুই উইকেট। এ ছাড়া জস হেইজলউড ও অ্যাশটন আগর একটি করে উইকেট শিকার করেন।
জিম্বাবুয়ের দেয়া ৯৬ রানের জবাবে স্টিভেন স্মিথের অপরাজিত ৪৭ রানে ভর করে ১৪.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি ও স্টিভ স্মিথের ৮৪ রানের জুটিতে জয় তুলে নেয় অ্যারন ফিঞ্চের দল। অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসে ২৬ রান।

এর চেয়ে কম ওভারে রান তাড়া করে নিজেদের ঘরের মাঠে অজিরা ম্যাচ জিতেছে আরও দুবার। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরে ব্যাট করে ৯.২ ওভারে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল ১২.২ ওভার ব্যাট করে। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভার এক ওভারে অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের উইকেট নেন। নিয়ম রক্ষার শেষ ম্যাচে ক্লিন সুইপ এড়াতে ৩ সেপ্টেম্বর মাঠে নামছে জিম্বাবুয়ে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!