1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :

পাচার হয়ে ব্যাংককে পূজা চেরি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৭ বার নিউজটি পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক :
একের পর এক নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পূজা চেরি। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘পরী’ নামের একটি সিনেমায়। খবরটি সংবাদমাধ্যমকে দিয়েছেন এই তারকা নিজেই।
ছবির শুটিংয়ে অংশ নিতে পূজা এই মুহূর্তে অবস্থান করছেন ব্যাংককে। এ প্রসঙ্গে তিনি বলেন, ছবিটির শুটিং করতেই ব্যাংককে আসা। এখানে টানা শুটিং হবে ছবিটির। ভিন্ন রকম একটি গল্প। ব্যাংককের বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং হচ্ছে।
সিনেমাটি নির্মিত হয়েছে নারী পাচারের গল্পকে উপজীব্য করে। এখানে দেখা যাবে পূজাকে বাংলাদেশ থেকে ব্যাংককে পাচার করা আনা হয়েছে। কিন্তু সে কৌশলে দেশে ফিরতে চায়।
জানা গেছে, ব্যাংককের বিভিন্ন স্থানে দৃশ্যধারণ করা হবে সিনেমাটির। সেইসঙ্গে দেশেও ছবিটির বিভিন্ন শুটিং করা হবে। ‘পরী’ চলচ্চিত্রটিতে পূজার সঙ্গে জুটি বেঁধেছেন ছোটপর্দার অভিনেতা জোভান আহমেদ। এটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান।
সবশেষ পূজা সেরেছেন ‘নাকফুল’ সিনেমার শুটিং। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘হৃদিতা’। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। তার মাঝেই তিনি যুক্ত হলেন ‘পরী’ নামের এই সিনেমাটিতে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!