স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে চোলাই মদসহ সাদেক হোসেন (৬০) নামে একজনকে আটক করেছে র্যাব-১২। গতকাল দুপুরের দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাবলিক লাইব্রেরীর পাশ থেকে মদ সহ আটক করে। আটককৃত হলেন কুমারখালী উপজেলার শেরকান্দিগ্রামের আজমত আলী শেখের ছেলে। এ সময় তার কাছ থেকে ৬৬ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
র্যাব-১২ এর প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার কোম্পানী কমান্ডার লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেত্বত্বে একটি চৌকষ আভিযানিক গতকাল অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন পাবলিক লাইবেধরীর পাশে” একটি মাদক বিরোধী অভিযান
পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৬ লিটার চোলাই মদসহ একজনকে আটক করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।