কুষ্টিয়া র্যাবের-১২ অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ফাইজুল ইসলাম (৪০) নামে একজন আটক করে র্যাব-১২। গতকাল রাতে দৌলতপুর কাগহাটিয়া গ্রামে অভিযান পরিচালত হয়। আটকৃত হলেন দৌলতপুর উপজেলার কাগহাটিয়া গ্রামের আজমত আলী শেখের ছেলে ফাইজুল ইসলাম। এ সময় তার কাছ থেকে ৯৩ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের যন্ত্রাংশ পাওয়া যায়।
এ বিষয়ে র্যাব-১২ কোম্পানী কমান্ডার লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন চৌকষ আভিযানিক দল অদ ̈ ০৪ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ রাত ০৮:৪০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন কাগ হাটিয়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উ৩ অভিযানে ৯৩ (তিরানব্বই) পিছ ইয়াবা, যাহার মূল ̈ আনুমানিক-৪৬,৫০০/- (ছেচল্লিশ হাজার পাঁচশত) টাকা সহ ০১ জন আসামী মোঃ ফাইজুল ইসলাম(৪০) পিতা-মোঃ আজমত আলী শেখ, সাং-কাগ হাটিয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপরু থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধাকৃত আলামতসহ ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।