স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় বজ্রপাতে ২জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বৃষ্টিপাতের সময় বজ্রপাত ঘটে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, মিরপুর উপজেলার জাহাঙ্গীর আলম (৪৫) ও ভেড়ামারা উপজেলা আশরাফুল ইসলাম (৪০) এবং বজ্রপাতে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম এলাকার জবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম মাঠে নিজ ক্ষেত দেখতে গিয়ে বৃষ্টিপাতের সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং প্রায় ১০/১২ জন নারী ও পুরুষ আহত হয়। এ সময় তাদেরকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
অপরদিকে ভেড়ামারা জিকে ক্যানেলে মাছ ধরার সময় বজ্রপাত ঘটলে আশরাফুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। সে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেপুর গ্রামের ফজলু মাতুব্বের ছেলে।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ও ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বজ্রপাতে দু’জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।