স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ায় ফেনসিডিল, টাপেন্টাডলট্যাবলেটসহ ইসমত (৩৫) নামে একজনকে আটক করেছে র্যাব-১২। গতকাল বিকেলে দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা সময়ে ২৬ বোতল ফেন্সিডিল এবং ১০ পিচ টাপেন্টাডল ট্যাবলেসহ তাকে আটক করেন।
এ বিষয়ে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২২ অক্টোবর২০২২ ইং তারিখ বিকাল ০৩:৫০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন জয়রামপুর গ্রামে’’একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৬ বোতল ফেনসিডিল এবং ১০ পিছ টাপেন্টাডল ট্যাবলেট যাহার আনুমানিক মূল্য ২৮,৫০০/-(আটাশ হাজার পাঁচশত) টাকা সহ ০১ জন আসামী ইসমত(৩৫), পিতা-মৃত লোকমানখান, সাং-জয়রামপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করাহয়েছে।