স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়া সীমান্তে মালিকবিহীন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। গত ২১ অক্টোবর দুপুরের দিকে ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীন বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫০/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলগাথুয়া বাঁশ বাগানের ভিতর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০১টি বিদেশী রাইফেল, ০৩ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন এবং সিলিং উদ্ধার করে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি দৌলতপুর থানায় জমা করা হয়েছে।