স্টাফ রিপোর্টার :
যশোর ও কুষ্টিয়ার র্যাবের যৌথ অভিযানে নিখোঁজের দুইদিন পরই কলেজ তাফহীমুল আলম নিশান (২২) নামে এক ছাত্রকে জীবিত উদ্ধার করেছে। আজ সকালের দিকে কুষ্টিয়া মজমপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া এ ছাত্রকে উদ্ধার করা হয়। আজ বিকেলে দিকে কুষ্টিয়া র্যাবের কোম্পানী কমান্ডারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রেসবিফিংয়ের মাধ্যমে কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য জানান ।
নিখোঁজ হওয়া ছাত্র হলেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মহেশপুর জাহাঙ্গীর আলমের ছেলে তাফহীমুল আলম। সে মাগুরা একটি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
কোম্পানী কমান্ডার বলেন গত ২৩ অক্টোবরের রাতে যশোর উপজেলার পালবাড়ী এলাকা হতে কলেজ ছাত্র তাফহীমুল আলম নিশান নিখোঁজ হয়। পরবর্তী রাতে ১২ টার কলেজ ছাত্রের মোবাইল ফোনের মাধ্যমে তার পিতাকে এসএমএস এর মাধ্যমে জানানো হয় তার ছেলে অপহরণ করা হয়েছে এবং তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবী করা হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে কলেজ ছাত্রের পিতা যশোর কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
তিনি আরও বলেন কলেজ ছাত্র তাফহীমুল আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন সে দীর্ঘদিন যাবত অনলাইন জুয়ায় আসক্ত গেমস খেলে আসছিল। তার পিতার কাছে অনলাইন জুয়া খেলার জন্য ৫০ হাজার টাকা নেন। পরে ঐ হারিয়ে ফেলে। পিতার ভয়ে সে নিজেই অপহরন হওয়ার পরিকল্পনা করে এবং যশোর হতে কুষ্টিয়া শহরে এসে একটি আবাসিক হোটেলে উঠে অপহরণের নাটক করে বলে তিনি জানান। এ সময় র্যাবের উদ্ধর্তন কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।