মিরপুর প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার(২৯ অক্টোবর -২০২২) দুপুর আনুমানিক ১২ টার সময় পৌর এলাকার আদর্শপাড়া মসজিদের পুর্বপাশ এলাকায় আন্তঃনগর রুপসা ট্রেনে কাটা পড়ে এ নিহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হুমায়ুন (৪০)। সে মিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড সুলতানপুর সরকারী বালিকা বিদ্যালয় পাড়ার মৃত আবু তালেবের ছেলে।তিনি বেসরকারি এনজিও আশার কুষ্টিয়া এলাকার ম্যানেজার ছিলেন।ছাত্রজীবনে তিনি মিরপুর পৌর ছাত্রলীগের আহবায়ক ছিলেন। স্থানীয় সুত্রে জানা যায়,নিহত হুমায়ুন আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেন আসার পূর্বে ঘটনাস্থলের আশে পাশে ঘোরাঘুরি করছিলেন।ট্রেন চলে যাওয়ার পরে তারা উক্ত স্থানে ট্রেনে কাটা এক ব্যক্তির লাশ পড়ে আছে,দেখতে পান।তবে সে আত্মহত্যা করেছে না ট্রেনে কাটা পড়ে স্বাভাবিক মৃত্যু হয়েছে তা জানা যায়নি। পোড়াদহ জিআরপি থানার ওসি মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।