স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ার জিয়ারখী ও কাঞ্চনপুর ইউনিয়নে দীর্ঘদিন পর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে আজ পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় জিয়ারখী ও কাঞ্চপুর ইউনিয়নের ১৯ টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে পুলিশের পাহাড়ায় তুলে দিচ্ছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তরা। আগামী কাল বুধবার ৮ টা থেকে সব কয়েকটি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে। এছাড়াও পাটিকাবাড়ীর ১নং ওয়ার্ডে একটি সদস্য পদে নির্বাচন হবে। মিরপুর উপজেলায় দুইটি ইউনিয়ন এবং খোকসার উপজেলার উপজেলা পরিষদের উপ নির্বাচন ভোট অনুষ্ঠিত হবে।