স্টাফ রিপোর্টার :
আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের লিটন হোসেন (২৭) ও জুলফিকার আলী (২৭) নামে দুই সদস্য আটক করেছে পুলিশ, সাথে চোরাইকৃত বিভিন্ন ব্যান্ডের ৫টি মোটর সাইকেল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। আজ দুপুরের দিকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রেস বিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার খাইরুল আলম। এ সময় পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাসহ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। আটকৃতরা হলেন কুমারখালী উপজেলার সদকী চরপাড়া গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে লিটন হোসেন এবং সদর উপজেলার মাঝিলা গ্রামের সফি উদ্দিনের ছেলে জুলফিকার আলী।
প্রেস বিফিংয়ে পুলিশ সুপার খাইরুল আলম বলেন গত ৩০ সেপ্টেম্বরের বিকেলের দিকে কুমারখালী বাসষ্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জনৈক মিঠুন কুমার শর্মা (৩৫) এর মোটর সাইকেল গ্যারেজের সামনে পাকা রাস্তার পাশে কয়েকটি চোরাই মোটর সাইকেল বেচা কেনা হচ্ছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ঘটনার ঐদিন পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন লোক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে লিটন হোসেনসহ ৩ টি চোরাই মোটর সাইকেল আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের পর চোর চক্রের অন্যান্য সদস্য চুয়াডাঙ্গা থেকে জুলফিকার আলীসহ চোরাইকৃত ২টি মোটর মোটর সাইকেল উদ্ধার করেন। তিনি আরও বলেন চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মোটর সাইকেল চুরির কারবার করে আসছে। তারা সিন্ডিকেটের মাধ্যমে একের পর এক হাতবদল করে বিভিন্ন জেলা ও উপজেলায় পার্টির কাছে চোরাইকৃত মোটরসাইকেল বিক্রি করে আসছে। চোর চক্রের আরো সদস্যদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছেন বলে তিনি জানান।