স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়া শহরের ১নং মসজিদ বাড়ী লেন আড়–য়াপাড়ায় ছয় বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে অমিত ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায় ৪/৫ মাস যাবত অভিযুক্ত যুবক বিভিন্ন সময়ে ছয় বছরের শিশুকে কুনজরে দেখতে আসত। গতকাল বিকেলে ঐ শিশুটির মা বাবা বাড়ির বাইরে থাকাকালে শিশুটিকে কৌশলে বিভিন্ন ধরনের লোভ লালসা দেখিয়ে অভিযুক্ত যুবকের কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে ঐ শিশুটির বাবা কুষ্টিয়া মডেল থানায় ঘটনার ঐদিন সন্ধ্যায় অভিযুক্তব্যক্তির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগের প্রেক্ষিতে ঐ যুবককে আটক করে বলে তিনি জানান। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলে তিনি আরও জানান।