স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ার দৌলতপুরে আঁশি বোতল ফেন্সিডিল বিক্রয়ের অভিযোগে রতন আলী (৩৪) নামে একজনকে দশ বছরের কারাদন্ড সে সঙ্গে ৩ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বিকেলে দিকে জেলা ও দায়রা জজের বিচারক শেখ আবু তাহের আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনা আসামীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
সাজা প্রাপ্ত আসামী হলেন দৌলতপুর উপজেলার মাজদিয়াড় গ্রামের মৃত আনছার পরামানিকের ছেলে রতন আলী।
আদালতের মামলা সূত্রে জানা যায় ২০১৯ সালের ২৩ আগষ্টে জেলা গোয়েন্দার একটি দল বালিরদিয়াড় পূর্ব পাড়া শান্তির মোড়ে মাদকদ্রব্য অভিযান পরিচালনা করার সময়ে সাজাপ্রাপ্ত আসামী কালো রংয়ের কাপড়ের স্কুল ব্যাগ সহ পালানোর চেষ্টা কালে সন্দেহ হওয়ায় তাকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশী করলে মাদকদ্রব্য ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে দৌলতপুর থানায় আটকৃতের বিরুদ্ধে একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চার্জ আদালতে দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।