1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় টেন্ডার দখলে যুবকের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন, তিন জনের যাবজ্জীবন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৫৬ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের টেন্ডার দখলকে কেন্দ্র করে যুবকের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যেকের ২৫ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক মো: তাজুল ইসলাম দন্ডপ্রাপ্ত পলাতক আসামীদের অনুপস্থিতিতে জনাকীর্ন আদালতে এই রায় ঘেষনা করেন। দÐপ্রাপ্ত হলো- কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আবদালপুর গ্রামের ইসহাক আলী মাস্টারের ছেলে বড় কালু ওরফে আলী রেজা সিদ্দিক ওরফে বুলবুল(৪৩), মৃত্তিকাপাড়া গ্রামের মৃত: এছেম আলীর ছেলে মনোয়ার হোসেন ওরফে মনো(৪৫) ও মাইজপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে লিয়াকত(৪৫)। দন্ডপ্রাপ্ত ব্যক্তিগণ বিচারাধীন সময়কালে বিভিন্ন সময় আদালত থেকে জামিনপ্রাপ্ত হওয়ার পর থেকেই পলাতক আছেন বলে সরকারী কৌসুলি জানান। আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৭ জুন বিকেলে ঝিনাইদহের গোলকনগর গ্রামের আজিবর বিশ^াসের ছেলে লিটন বিশ^াস(৩০) বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বেড়িয়ে রাতে আর বাড়ি ফিরে আসেনি। পরদিন সকালে ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখস্থ কুস্টিয়া- ঝিনাইদহ মহাসড়কের পূর্ব পাশের্^ দেহ থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে ইবি থানা পুলিশ। এঘটনায় ২৮ জুন নিহতের পিতা আজিবর বিশ^াস বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ইসলামী বিশ^বিদ্যালয় ইবি থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১১ সালের ২৮ ফেব্রæয়ারী ইবি থানার উপ পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান ৩০২/২০১/৩৪ পেনাল কোডে অভিযোগে এই হত্যাকান্ডে জড়িত ২৪ জনের নামোল্লেখ করে চার্জশীট দাখিল করেন আদালতে। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এ্যাড. অনুপ কুমার নন্দী সত্যতা নিশ্চিত করে বলেন, ইবি থানার যুবককে হত্যা মামলার দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে ৩আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ প্রত্যেকের ২৫হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের সাজার আদেশ দিয়েছেন আদালত। অন্যদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। বিজ্ঞ আদালত রায় ঘোষনার সময় এই মামলার পর্যবেক্ষনে বলেন, ইসলামী বিশ^বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের টেন্ডার দখলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে প্রতিপক্ষের ব্যক্তিরা এই হত্যাকান্ড ঘটিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!