ভেড়ামারা প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারার ১২ মাইলে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন মিন্টু (৪৭) ও তার চাচাতো ভায়ের স্ত্রী শারমিন খাতুন (২৫) নামের দুইজন নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কুষ্টিয়া- ঈশ্বরদী মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন মিন্টুর বাড়ী মিরপুর উপজেলার নওপাড়ায় সে রুপপুর পারমানবিকে চাকরি করে এবং শারমিন খাতুন নওপাড়ায় বসবাস করে এবং ঈশ^রদি ইপিজেটে চাকরি করে। নিহত শারমিন খাতুন নিহত সাজ্জাদ হোসেনের চাচাতো ভায়ের স্ত্রী।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আজ সকালে নওপাড়া নিজ বাড়ী থেকে সাজ্জাদ হোসেন মিন্টু ও ও তার চাচাতো ভায়ের স্ত্রী শারমিন খাতুন মোটর সাইকেল যোগে কর্মক্ষেত্রে যাওয়ার পথে ভেড়ামারা উপজেলার ১২ মাইলে কুষ্টিয়া- ঈশ্বরদী মহাসড়কে মোটরসাইকেল ও দ্রæতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনই মারা যান। পরিবারের পক্ষথেকে কোন দাবী না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় ওসি।
এদিকে, কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মো. সোহাগ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়াও মো. হৃদয় (২০) নামে অপরজন গুরুতর আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাওয়ার স্টিয়ারিং ট্রলীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলের মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। নিহত সোহাগ মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মো. সাব্দুল হোসেনের ছেলে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে থানায় মামলা হয়েছে। পোস্টমর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্টিয়ারিং ট্রলি নিয়ে চালক ঘটনার পরই পালিয়ে যায়।