স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়া শহরের দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে নাজিম উদ্দিন (৫০) নামে এক কাঠ মিস্ত্রি নিহত হয়েছেন এতে আহত হয়েছেন শিক্ষার্থীসহ আরও তিনজন। আজ দুপুরের দিকে জুগিয়া পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন জুগিয়া দর্গাপাড়া মৃত আসমত আলীর ছেলে নাজিম উদ্দিন। পেশা একজন কাঠ মিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায় শহর থেকে ডিগ্রী পরীক্ষা শেষে আরটিআর মোটর সাইকেল যোগে কলেজ ছাত্র বাড়ী ফেরার পথে অপর দিকে দৌলতপুর থেকে আসা একটি সুজুকী জিকসার মোটর সাইকেলটি দ্রæত গতিতে জুগিয়া পালপাড়া এলাকায় পৌছানো মাত্রই দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে দুই মোটর সাইকেল চালক মাটিতে পড়ে যায় এবং মোটর সিটকিয়ে পাশ দিয়ে বাইসাইকেল চালক নাজিম উদ্দিন যাওয়ার সময় তার গায়ের উপর উঠে গেলে ঘটনাস্থলে তিনি মারা যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ এসে দুই মোটর সাইকেলের চালক সহ তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।