স্টাফ রিপোর্টার :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামাল (৩ জানুয়ারী ২০২৩) রাত্রি ৭:৪৫ মিনিটে কুষ্টিয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেন, (ইন্না… রাজিউন)। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর ডিসি কোর্ট মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এবং পৌর গোরস্থানে দাফন হবে। প্রফেসর ডক্টর মোস্তফা কামাল দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৪.১২.১৯৯১ সালে প্রভাষক হিসেবে যোগদান করে ২৮.৭.২০০২ সালে চেয়ারম্যান হিসাবে পদোন্নতি লাভ করেন। তিনি ২.২.৯৯-১.২.০২বিভাগের চেয়ারম্যান এবং ২৪.১২.০৩-২৩.১২.০৫ থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ছিলেন। তিনি দেশের বরেণ্য আলেমদের একজন ছিলেন। তিনি সৌদি আরবেও বহুদিন লেখাপড়া করে ফিকহ শাস্ত্রে তিনি বিশেষ পণ্ডিত অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ হতে বহিরাগত পরীক্ষার্থী হিসেবে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন।