1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়া খোলা আকাশের নিচে ৩৪ কোটি টাকার যন্ত্রাংশ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৫১ বার নিউজটি পড়া হয়েছে

কুমারখালী প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে তাঁত শিল্পকে আধুনিকরণের লক্ষ্যে প্রোসেসিং, প্রিন্টিং ও ডায়িংয়ের জন্য প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের প্রকল্প গ্রহণ করেছেন বাংলাদেশ তাঁত বোর্ড। যন্ত্রপাতি গুলো ক্রয় এবং স্থাপনের কাজ করছেন খুলনা শিপইয়ার্ড। চুক্তি অনুযায়ী কাজের সময় শেষ হয়েছে ২০২২ সালের জুনমাসে। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৩০ শতাংশ। বাকী কাজের প্রায় ৩৪ কোটি টাকার যন্ত্রাংশ খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে। প্রতিবাদে বুধবার সকাল ১১ টায় কুমারখালী তাঁতবোর্ডের চত্ত্বরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁতি নেতারা। তারা দাবি করেন, তাঁতবোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অসৎ উদ্দশ্য হাসিল ও অবহেলায় ৩৪ কোটি টাকার যন্ত্রাংশ খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে। তাঁতশিল্পকে আধুনিকায়ন করার লক্ষ্যে অতিবিলম্বে যন্ত্রপাতি গুলো স্থাপন করা হোক। তা না হলে কঠোর আন্দোলনে ডাক দিবেন বলে ঘোষনা দেন তাঁতিরা। শান্তিপূর্ন অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাঁত উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শওকত আলী, সেক্রেটারি বুলু আহমেদ,তাঁতী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক,সেক্রেটারি শফি উদ্দিন জোয়াদ্দার,ফ্যাকটারি এসোসিয়েশনের সেক্রেটারি মোঃ মাসুদ রানা সহ আর অনেক তাঁতী নেতা ও সাধারণত তাঁতীরা।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!