ভেড়ামারা প্রতিনিধি :
কুষ্টিয়া ভেড়ামারায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘাস-পাতা ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হিড়িমদিয়ার জাপানের পুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মন্টু আলী (৫০) গবাদিপশুর ঘাস ও কাঠালের পাতা বিক্রি করতেন। তিনি মিরপুর উপজেলার খাড়াল্লা গ্রামের মৃত আসমত আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মন্টু আলী বুধবার সকালে চাঁদগ্রাম ইউনিয়নের হিরিমদিয়া জাপানি পুল এলাকায় জিকে খালের পাশে একটি কাঠাল গাছে উঠে বিদ্যুতের তারসংলগ্ন ডাল কাটতে যান। এতে তিনি হঠাৎই বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান। পরে মন্টু আলীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মন্টু আলী বাজারে ঘাস ও কাঠালের পাতা বিক্রি করতেন। গাছে উঠে কাঠালের পাতা কাটতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।