1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :

কর নিয়ে ঐশ্বরিয়ার নয়ছয়

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৯ বার নিউজটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার পর কর ফাঁকির অভিযোগ উঠলো ঐশ্বরিয়া রায় বচ্চনের বিরুদ্ধে। এ বিষয়ে মহারাষ্ট্রের নাসিক জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে ঐশ্বরিয়াকে। নিউজ১৮ নোটিশের বরাত দিয়ে জানিয়েছে, নোটিশ গ্রহণের পরবর্তী দশ দিনের মধ্যে বাকি কর পরিশোধ না করলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মহারাষ্ট্রের থানগাঁও এলাকার কাছে আদবাড়ির পার্বত্য অঞ্চলে এক হেক্টর জমি রয়েছে ঐশ্বরিয়ার। ওই জমির জন্য বার্ষিক ২২ হাজার রুপি কর দিতে হয় তাকে। কিন্তু গত বছর ওই জমির কোনো কর দেননি তিনি। কর পরিশোধের জন্য প্রশাসন একাধিকবার সুযোগ দিয়েছে। তবু কর পরিশোধ করেননি ঐশ্বরিয়া। আর এ কারণে আয়কর বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। জানা যায়, ঐশ্বরিয়া রায়ের মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি রুপি। ২০২৩ সালে এ সম্পত্তির পরিমাণ অনেকটা বৃদ্ধি পাওয়ার কথা। কারণ ‘পোন্নিইন সেলভান’ সিনেমা থেকে ১০ কোটি রুপি আয় করেছেন তিনি। তা ছাড়া সিনেমাটি বেশ ভালো ব্যবসা করেছে; ফলে মুনাফার অংশও পেয়েছেন এই বিশ্ব সুন্দরী।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x