মোশারফ হোসেন, কুমারখালী :
কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) ৪৭ বিজিবি’র খেলার মাঠে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২ আসনের সাংসদ মোঃ শাহিদুজ্জামান খোকন, সেক্টর কমান্ডার ইমারত হোসেন চএইগ বর্ডার গার্ড- ৪৭,কুষ্টিয়ার অধিনায়ক মোঃ আরিফুল হক পিএসসি,বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ ইসতিয়াক পিএসসি, এ্যাডিশনাল ষ্টাফ অফিসার আবু সাইদ মোহাম্মদ মেহেদী হাসান,উপ পরিচালক-৪৭ বিজিবি -মোঃ জিয়াউর রহমান। এর আগে অতিথিরা ৪৭ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এই সময় জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিজিবি’র অন্যান্য অফিসারবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।