1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ার গড়াই নদী গিলে খাচ্ছে অবৈধ দখলদারেরা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৯ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ও শহরের পাশ দিয়ে বয়ে গেছে গড়াই নদী। গড়াই নদী গিলে খাচ্ছে অবৈধ দখলদারেরা। কুষ্টিয়া শহরের তীর দিয়ে অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে পাকা-আধাপাকা ঘরবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন ধরণের স্থাপনা। শুধু তাই নয় দখলদাররা বাশ দিয়ে নিজেদের সীমানা নির্ধারন করে পরবর্তীতে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। পানি কমে যাওয়ায় নদীর তীরে বসবাসকারী কোথাও কোথাও কৃষকরা চাষ করছেন। এসব ক্ষেতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারে নদীতে মাছসহ বিভিন্ন জলজপ্রাণির বংশবিস্তার ব্যাহত হয়ে প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। স্বাভাবিক পানিপ্রবাহ না থাকায় নদীর বেঁচে থাকা হুমকির মধ্যে রয়েছে। সরকার গড়াই নদীর পানি প্রবাহ ঠিক রাখার জন্য প্রতি বছর লক্ষ্য লক্ষ্য টাকা খরচ করে ড্রজিং করছে।অথচ দখলবাজরা আসতে আসতে নদীর জায়গা অবৈধ দখল করে বিক্রি করে লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছে।স্থানীয়দের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, স্থানীও প্রভাবশালী মহল এই সব নদীর জায়গা দখল করে বিক্রি করে দিচ্ছে। উপজেলা প্রশাসন থেকে অবৈধ দখলদারদের তালিকা করা হলেও উচ্ছেদে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, প্রভাবশালীদের নাম থাকায় উচ্ছেদ অভিযানে তোড়জোড় নেই স্থানীয় প্রশাসনের।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x