স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য ৫০গ্রাম হিরোইন বিক্রির মামলায় খবির উদ্দিন (৪৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ডের আদেশ দেন। আজ দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনা শেষে আসামীকে কঠোরপাড়ায় জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ। সাজাপ্রাপ্ত আসামী হলেন দৌলতপুর উপজেলার ক্রোফটনগর কান্দিরপাড়া গ্রামের মৃত আলীম উদ্দিন মন্ডলের ছেলে।
আদালত সূত্রে জানা যায গত ২০১৭ সালের ০৬ নভেম্বর কুষ্টিয়া র্যাব-১২ সকালের দিকে দৌলতপুর উপজেলা মাদকদ্রব্য অভিযান পরিচালনা সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কান্দিরপাড়া এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। এরই প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশী করে ৫০গ্রাম হিরোইন উদ্ধার করে। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির নামে দৌলতপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শকিকুল ইসলাম মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ নভেম্বর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।