স্টাফ রিপোর্টার আরাফাত হোসেন
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কুষ্টিয়ার মেয়ে সুমি ইসলামের তিনটি বই। বইগুলির নাম যথাক্রমে “গল্পগুলো সত্যি” “একাকিনীর আত্মযাপন” ও “ট্রেন থেমে আছে হৃদয়পুরে”। প্রকাশ করেছে “বোধ” প্রকাশনী। পাওয়া যাবে আনন্দমের ৪৮৫ নং স্টলে।
বইগুলিতে রোমান্টিক, প্রেম-ভালোবাসার চমৎকার কিছু কবিতা ও গল্প রয়েছে যা নতুন প্রজন্মের পাঠক ও কিশোর-কিশোরী কবিতা প্রেমী সব বয়সের মানুষের ভালো লাগবে।
ব্ইটির লেখিকার জন্মস্থান কুষ্টিয়া শহরে থানাপারায়। ইসলামী বিশ্বববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স পাশ করা এই লেখিকা বর্তমান ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। চাকরি ও ঘর সামলানোর পাশাপাশি তিনি নিয়মিত কবিতাও গল্প লেখালেখি চর্চা করেন।