ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যলয়ে (ইবি) ছাত্রলীগের বিরুদ্ধে এক ছাত্রীকে রাতভর র্যাগিং করার অভিযোগ উঠেছে। রেগিং এর শিকার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় ছেড়ে ভয়ে বাড়িতে চলে যায়। এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ র্যাগিংয়ের অপপ্রচারের অভিযোগ এনে ওই ছাত্রীর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। ভুক্তভোগী শিক্ষার্থী ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগের নবীন শিক্ষার্থী।
দেশরতœ শেখ হাসিনা হলের গণরুমে রবিবার রাত ১১টা থেকে প্রায় চারটা পর্যন্ত ভুক্তভোগীকে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় মারধরের পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ ও ওই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ভাইরাল করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীর।
মঙ্গলবার সকালে বাবার সাথে বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে ওই ছাত্রী র্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার বিচার ও নিরাপত্তা চেয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দপ্তর বরাবর লিখিত দিয়েছেন।
লিখিত অভিযোগে ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, ওই হলের আবাসিক ছাত্রী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা আপুর নেতৃত্বে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০- ২১ শিক্ষাবর্ষের ছাত্রী তাবাচ্ছুম আপুসহ নাম না জানা আরও অন্তত ৭-৮ জন র্যাগিংয়ের নামে আমাকে চরমভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এবং আমাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে রাখেন। এমনকি তারা আমাকে জীবননাশের হুমকিও প্রদান করেন।
অভিযুক্ত নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা বলেন, সে (নবীন ছাত্রী) সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করেছিল। ও আমাকে চেনেও না। নবীন ওই ছাত্রী ওর এক ভাইকে দিয়ে ওর বিভাগের সিনিয়রকে (তাবাসসুম) হুমকি ধামকি দিয়েছিল। রবিবার প্রক্টর স্যার, প্রভোস্ট স্যার থাকাকালীন একটা মীমাংসা হয়েছিল। রাতের মধ্যে আর কোনো কিছুই হয়নি। এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা।
সোমবার রাতে ছাত্রলীগ নেতাকর্মীরা শেখ হাসিনা হলে জড়ো হয়ে মাইক নিয়ে ওই ছাত্রীর বিচার দাবি করে ¯েœাগান দিতে থাকে তারা দাবি করেন ওই ছাত্রী নির্যাতনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালাম বলেন, র্যাগিংয়ের বিষয়টি আমি শুনেছি। র্যাগিং তো একটা অপ্রত্যাশিত ঘটনা। আমাদের বিশ্ববিদ্যালয়ে কখনও র্যাগিং ছিলো না। কোনো বিশ্ববিদ্যালয়ে এ বিষয়গুলো অ্যালাউ করে না। সংশ্লিষ্টদের সাথে বসে বিষয়টি বিস্তারিত খোঁজ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানাভাবে র্যাগিংয়ের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। তারা সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে পোস্টার করেছে।