ইবি প্রতিনিধি :
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালাম ১৬ দিন পর কার্যালয়ে এসেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে তিনি গাড়িতে করে কার্যালয়ে যান। এর আগে গতকাল শুক্রবার বেলা একটার দিকে তিনি স্ত্রীসহ ক্যাম্পাসের বাসায় আসেন। উপাচার্যের ব্যক্তিগত সচিব (পিএস) মনিরুজ্জামান বলেন, দুপুরে ছাত্রশৃঙ্খলা কমিটির সভা আছে। উপাচার্য ওই সভার সভাপতিত্ব করবেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালামের কার্যালয়ে তালা ঝুলছে। বুধবার সকাল সাড়ে নয়টায় গত ২৩ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে ছুটি নিয়ে ক্যাম্পাসের বাসা থেকে স্ত্রীকে সঙ্গে করে ঢাকায় যান উপাচার্য। এর আগে উপাচার্যের ‘কণ্ঠসদৃশ’ কথোপকথনের তিনটি অডিও ক্লিপ ফাঁস হওয়ার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় থেকে তিনি কার্যালয়ে যাওয়া বন্ধ করে দেন।
উপাচার্য ক্যাম্পাস ছাড়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল, নিয়মিত ছুটির অংশ হিসেবে ৩ মার্চ পর্যন্ত ছুটি নিয়ে পারিবারিক কাজে ঢাকা যান শেখ আবদুস সালাম। ৪ মার্চ তাঁর কর্মস্থলে যোগদানের কথা ছিল।