1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় শিশুর ৭ বছরের সাজা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৮৫ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় দিয়েছেন আদালত। এ মামলার রায়ে শিশু আসামিকে ৭(সাত) বছরের জন্য আটকাদেশ প্রদান করে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (০৫ মার্চ) (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল
আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন।
এ মামলায় দন্ডপ্রাপ্ত একমাত্র আসামি হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মজনু মালিথার ছেলে শান্ত মালিথা। ধর্ষণ মামলার এ রায়কে অভিনন্দন জানিয়েছেন কুষ্টিয়ার শিশু অধিকার আন্দোলনের কর্মীরা।
আদালত সূত্রে জানা যায়, আসামী শিশু শান্ত মালিথা ২০২০ সালের ২ আগস্ট সন্ধ্যা ৬ টা ৫০ এ কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বামনপাড়া গ্রামের শিশু শ্রেণিতে পড়ুয়া ৬ বছর বয়সী এক শিশু কন্যাকে লোকচক্ষুর অন্তরালে ডেকে নিয়ে নির্মানাধীন এক বাড়ির পাশের ইট ও বালুর স্তুপের আড়ালে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই কন্যা শিশুর বাবা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চার্জসিট দাখিল করার পর রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে শিশু শান্ত মালিথাকে ৭(সাত) বছরের আটকাদেশ প্রদান করে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার জন্য আদেশ দেন বিচারক।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী সাইফুদ্দিন বাপী বলেন, “বিচারক বিভিন্ন সময়ে সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করেছেন। বাদী-বিবাদীদের সঙ্গে কথা বলেছেন। এর পরও উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আলোচিত এই রায় দিয়েছেন বিজ্ঞ বিচারক। রাষ্ট্রপক্ষ এ রায়ে খুশি। এই রায়ের ফলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে সমাজে ধর্ষণের ঘটনা কমবে।”

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x